শিবচরে দু’পক্ষের সংঘর্ষে নারীর মৃত্যু
দক্ষিণাঞ্চল ডেস্ক
মাদারীপুরের শিবচরে জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সর্ব বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল দুপুরের দিকে উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মৃধাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সর্ব বেগম একই এলাকার আলেম মৃধার স্ত্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মৃধাকান্দি এলাকার আলেম মৃধার সঙ্গে একই বাড়ির জলিল মৃধার জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হলে সর্ব বেগম প্রতিপক্ষের ধাক্কায় গাছের গুঁড়ির সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তার মৃত্যু হয়।
শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।