শরীয়তপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
দক্ষিণাঞ্চল ডেস্ক
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় এক দম্পতিকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন দিয়েছে আদালত। শরীয়তপুরের জেলা ও দায়রা জজ প্রশান্ত কুমার বিশ্বাস বুধবার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন ভেদরগঞ্জ উপজেলার কাইচকুড়ি গ্রামের রোমান গোলদার (৩২), সুমন গোলদার (৩০), মমতাজ বেগম (৫৮), শহিদুলাহ্ শহিদ (৩২) ও বেলায়েত (৩০)। এ মামলার সব আসামি পলাতক রয়েছেন। ২০১২ সালের ২২ জুন ওই গ্রামের আব্দুল হাকিম মৃধা ও তার স্ত্রী হাজেরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার মামলায় আদালতের এই রায় আসেছ।
ওই আদালতের পিপি মো. হজরত আলী মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ২২ জুন রাতে গ্রিল কেটে ঘরে ঢুকে এই দম্পতিকে হাত-পা বেধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরদিন পুলিশ ঘর থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় তাদের ছেলে মো. আবু আলম মৃধা ভেদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পিপি হজরত আলী বলেন, এ মামলায় পুলিশ মোট ১৭ জনের সাক্ষ্য নিয়ে সব আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দিয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ খুশি। আসামিরা আটকের দিন থেকে সাজা শুরু হবে।