শতাধিক ভারতীয় নাগরিক বেনাপোলে বিপাকে
দক্ষিণাঞ্চল ডেস্ক
বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টার বন্ধ থাকায় সে দেশের শতাধিক নাগরিক বেনাপোল স্থল বন্দরে আটকা পড়েছেন। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আহসান হাবিব জানান, মঙ্গলবার সকাল থেকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ কোনো যাত্রীকে সেদেশে ঢুকতে দিচ্ছে না। এ কথা তারা বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানিয়েও দিয়েছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে আসা ভারতীয়রা দেশে ফিরতে পেরেছেন জানিয়ে তিনি বলেন, মঙ্গলবার সকাল থেকে ভারতের শতাধিক নাগরিক বেনাপোল বন্দরের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে জড়ো হয়েছেন। তাদের বেশির ভাগই মেডিকেল শিক্ষার্থী এবং জম্মু কাশ্মীরের বাসিন্দা। তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তবে ভারতে অবস্থানকারী বাংলাদেশিরা এখনও দেশে ফিরতে পারছেন।
নিজেকে অয়েস উদ্দিন নামে পরিচয় দিয়ে এক তরুণ বলেন, তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়াশোনা করেন। কলেজ ছুটি হয়ে গেছে। হল ত্যাগ করেছি। আমরা দেশে ফিরে যাব। বেনাপোলে এসে পড়েছি বিপদে। ওরা আমাদের গ্রহণ করছে না। আমরা ভারতীয় হাইকমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করছি। আরেক তরুণ নিজেকে তোফায়েল আহম্মদ নামে পরিচয় দিয়ে একই সমস্যার কথা জানিয়েছেন। নিজেকে হেরেন কবির নামে পরিচয় দিয়ে এক তরুণও এই সমস্যার কথা বলেছেন।