শখের বাইক কেনার পরদিনই সড়কে প্রাণ গেল কিশোরের
দক্ষিণাঞ্চল ডেস্ক
বগুড়ায় রাস্তার পাশে গাছে মোটরসাইকেল ধাক্কা খেয়ে এক কিশোর নিহত হয়েছে; যাকে একদিন আগে নতুন এই মোটরসাইকেলটি কিনে দেন তার বাবা। জেলার ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পিরহাটি তালতলা এলাকায় মথুরাপুর-ধানগড়া সড়কে এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছে।
নিহত সবুজ হোসেন (১৪) উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতি গ্রামের ছাবেদ আলীর ছেলে। এলাকার মুলতানি পারভীন শাহজাহান উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত সে।
মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন-অর রশিদ সেলিম বলেন, সবুজ দীর্ঘদিন ধরে তার মা-বাবার কাছে নতুন মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না করছিল। ছেলের শখ মেটাতে শুক্রবার নতুন মোটরসাইকেল কিনে দেন বাবা।
শনিবার সকালে সেই মোটরসাইকেলে সবুজ তার মানিক হোসেন নামে এক বন্ধুকে নিয়ে ঘুরতে বের হয়। পথে নিয়ন্ত্রণ হারালে গাছে ধাক্কা খায়। এতে দুইজনই আহত হয়। স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার পথে সবুজের মৃত্যু হয়। আহত মানিককে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।