লেবাননে হবিগঞ্জের চাচা-ভাতিজার একসঙ্গে মৃত্যুর খবর
দক্ষিণাঞ্চল ডেস্ক
লেবাননে বাংলাদেশের হবিগঞ্জের বাসিন্দা সম্পর্কে চাচা-ভাতিজা দুই প্রবাসী শ্রমিকের একসঙ্গে মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এরা হলেন- সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে আব্দুল্লাহ মিয়া (৩২) ও ঝাড়ু মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (২০)।
গতকাল শুক্রবার দুপুরে তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়া পরিবারের সদস্যদের বরাতে দুজনের মৃত্যুর খবর জানান। তিনি বলেন, ওই দুজন লেবাননের ছুর নামে একটি জায়গায় থাকত। কীভাবে তাদের মৃত্যু হলো তা স্পষ্ট নয়। তাদের মৃতদেহ দেশে আনতে প্রশাসনের কর্মকর্তাদের সাথে আলাপ হয়েছে।
আব্দুল্লাহর প্রতিবেশী আফজল মিয়া জানান, প্রায় চার আগে লেবাননে পাড়ি জমিয়ে কোম্পানিতে কাজ নেন আব্দুল্লাহ। পরের বছর তার ভাতিজা মোজাম্মেলও সেখানে যান। তারা এক জায়গায় কাজ করতেন; একইসঙ্গে ঘুমাতেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে খেয়ে দুজন ঘুমিয়ে পড়েন। পরদিন অনেক বেলা পর্যন্ত তাদের কক্ষের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাদের মৃতদেহ উদ্ধার করে। ঘটনাটি তাদের সহকর্মীরা আমাদেরকে মোবাইল ফোনে জানিয়েছেন। মৃত্যুর কারণ জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মাসুক আলী বলেন, বিষয়টি নিয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে।