January 15, 2025
আন্তর্জাতিকলেটেস্ট

লন্ডনে মসজিদের কাছে ‘হাতুড়ি’ নিয়ে হামলা

নিউ জিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় বহু লোক নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি মসজিদের বাইরে একজন নামাজির ওপর হামলা হয়েছে।

হামলায় ‘হাতুড়ি’ ও ‘ব্যাটন’ ব্যবহৃত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার তিন জনের একটি দল ক্যানন স্ট্রিট রোডের একটি মসজিদের পাশ দিয়ে গাড়িযোগে যাওয়ার সময় চিৎকার করে ইসলামবিদ্বেষী গালাগাল করে ও জুমার নামাজ পড়তে আসা মুসলিমদের ‘সন্ত্রাসী’ বলে গালি দেয়।

কয়েকজন নামাজি নীল রংয়ের ওই গাড়িটিকে ধাওয়া করলে কয়েক ব্যক্তি একটি অস্ত্রসহ গাড়িটি থেকে নেমে এসে তাদের একজনের ওপর হামলা চালায়। ব্যবহৃত অস্ত্রটি একটি হাতুড়ি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলায় আহত ২৭ বছর বয়সী এক ব্যক্তির মাথায় আঘাত লেগেছে বলে পুলিশ জানিয়েছে।

এ সময় দুই দলের মধ্যে মারামারি হয়, এরপর ওই ব্যক্তিরা গাড়িতে উঠে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা একটি ভিডিও ক্লিপে সন্দেহভাজন এক হামলাকারীকে চলন্ত গাড়ির বনেটের ওপর উঠে সরে পড়ার চেষ্টা করতে দেখা যায়।

শুক্রবার দুপুর প্রায় ১টার দিকে পুলিশকে খবর দেওয়া হয় বলে জানিয়েছেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র।

“পুলিশ আসার আগেই সন্দেহভাজনরা ফের তাদের গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে। ওই গাড়িটি খুঁজে বের করতে অনুসন্ধান চালানো হচ্ছে। সন্দেহভাজনরা সবাই শ্বেতকায় পুরুষ ও তাদের বয়স বিশ এর কোঠায় বলে বর্ণনা করা হয়েছে,” বলেছেন তিনি।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসকে ডাকা হলেও আহত ওই ২৭ বছরের ব্যক্তিকে তার বন্ধুরা নিজেদের গাড়িতে করে লন্ডন হাসপাতালে নিয়ে যান।

কিন্তু তিনি হাসপাতালের কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে চিকিৎসা না নিয়েই হাসপাতাল ত্যাগ করেন বলে জানিয়েছেন লন্ডন পুলিশের ওই কর্মকর্তা। আহত ব্যক্তির ‘আঘাত গুরুতর নয়’ এমনটিই ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিউ জিল্যান্ডে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে ৪৯ জন মুসলিমকে হত্যার দিনটিতেই লন্ডনে এ হামলার ঘটনাটি ঘটে।

নিউ জিল্যান্ডে ওই হামলার পর শুক্রবার যুক্তরাজ্যের মসজিদগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তারমধ্যেই এ ঘটনাটি ঘটল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *