January 15, 2025
জাতীয়

রেনু হত্যা: মূলহোতা হৃদয় সন্দেহে যুবক আটক

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাছলিমা বেগম রেনু নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনার অন্যতম হোতা হৃদয় সন্দেহে এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাজধানীর গুলিস্তানের গোলাপশাহ মাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, বাড্ডায় গণপিটুনির ঘটনায় অন্যতম হোতা হৃদয় সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। গোলাপশাহ মাজার এলাকা থেকে এক লোক হৃদয় সন্দেহে ওই যুবককে আটক করে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, গুলিস্তান থেকে জনগণের সহায়তায় হৃদয় সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তবে সে বাড্ডার ঘটনায় জড়িত হৃদয় কিনা নিশ্চিত নয়। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

শনিবার সকালে রাজধানীর উত্তর বাড্ডায় মেয়েকে ভর্তি করানোর তথ্য জানতে স্থানীয় একটি স্কুলে যান মা তাসলিমা বেগম রেনু (৪০)। এসময় তাকে ছেলেধরা সন্দেহে প্রধান শিক্ষকের রুম থেকে টেনে বের করে গণপিটুনিতে হত্যা করা হয়। এ ঘটনায় এদিন রাতেই বাড্ডা থানায় অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন নিহতের ভাগিনা নাসির উদ্দিন।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *