December 27, 2024
আঞ্চলিক

রূপসায় বিদুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

 

দ: প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলায় সড়কের ওপর বৈদ্যুতিক তার পা দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজগর আলী শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার কাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজগর উপজেলার ওই গ্রামের মৃত আব্দুল গফুর শেখের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো নদীতে গোসল করতে যাচ্ছিল আজগর। এ সময় তিনি সড়কের ওপর বৈদ্যুতিক তার দেখে পা দিয়ে সরাতে গেলে বৈদ্যুতিক তারে সে নিজেকে জড়িয়ে ফেলে। বিষয়টি তার মা বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আজগরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল­া জাকির হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *