January 3, 2025
জাতীয়

রাজধানীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ৮

দক্ষিণাঞ্চল ডেস্ক
রাজধানীতে পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ আট মাদকবিক্রেতাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অ্যাডিশনাল পুলিশ কমিশনার (এডিসি-ডিবি) আবদুল বাতেন। আটকরা হলেন- মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ রঞ্জু, মোহাম্মদ জসিম, মোহাম্মদ শাহজাহান, শাহিদা বেগম, ইউনুছ মিয়া, মোছা. শাহনাজ বেগম মারিয়া আক্তার রিনা।
সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানীর শাহ আলী ও মিরপুর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা ৩০ হাজার পিস ইয়াবা। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *