যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর প্রাণদণ্ড
দক্ষিণাঞ্চল ডেস্ক
ফেনীতে নয় বছর আগে যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার দায়ে তার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।
দণ্ডিত মো. মোর্তুজা মিন্টু ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের দমদমা গ্রামের আবদুল মুনাফের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদলতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ওই অর্থ নিহতের দুই সন্তানকে প্রদানের নির্দেশ দিয়েছেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী হাফেজ আহমেদ জানান। ২০১০ সালে ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা গ্রামের সুলতান আহমেদ ভূইয়া বাড়ির মকবুল আহমেদের মেয়ে রেহানা আক্তারের সঙ্গে মোর্তুজার বিয়ে হয়।
বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্ত্রীকে প্রতিনিয়ত চাপ দিত মিন্টু। এক পর্যায়ে ২০১৬ সালের ১৩ জানুয়ারি এক লাখ টাকা যৌতুকের দাবিতে রেহানাকে শ্বাসরোধে হত্যা করে মিন্টু। পরে শ্বশুরবাড়ির লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বলে উলেখ করে।
পরে লাশের ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার চার মাস পর ওই বছরের ২৪ এপিল নিহতের বাবা মকবুল আহমেদ বাদি হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত শেষে ওই বছর পুলিশ মোর্তুজার নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।