যশোরে সড়ক দুর্ঘটনায় বিক্রয় প্রতিনিধি নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরের মণিরাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় অপূর্ব মলিক নামে নামে ওষুধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের রাজগঞ্জ বাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত অপূর্ব মলিক যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার অসিত মলিকের ছেলে।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক যোগেশ দত্ত বলেন, গতকাল দুপুরে তিনি মোটরসাইকেল চালিয়ে রাজগঞ্জ বাজার থেকে মণিরামপুরের দিকে যাচ্ছিলেন। সেইসময় একটি ইঞ্জিনচালিত ভ্যানকে সাইড দিতে গিয়ে নছিমনের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, বুকে ও মাথায় চাপা আঘাতের ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে তার মৃত্যু হয়েছে।’ রাজগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’