যশোরে যুবককে গলাকেটে হত্যা
দক্ষিণাঞ্চল ডেস্ক
যশোরের কেশবপুরে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। উপজেলার বেগমপুর এলাকার ধানক্ষেত থেকে গতকাল শুক্রবার সকালে পুলিশ শরিফুল ইসলামের (৩০) লাশ উদ্ধার করে। শরিফুল উপজেলার সাতবাড়িয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে।
কেশবপুর থানার ওসি মো. জসিম উদ্দীন বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় শরিফুলকে দুর্বৃত্তরা ওই ধানক্ষেতের মধ্যে নিয়ে গলাকেটে হত্যার পর লাশ ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।
গ্রামবাসী জানান, শরিফুল তার মামার বেকারির মালামাল গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করতেন। বৃহম্পতিবার রাত দশটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। শরিফুলের ঘাড় ও মুখমÐলে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।