October 30, 2024
জাতীয়

যশোরে পরকীয়ার সন্দেহে যুবককে ছুরিকাঘাতে হত্যা

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে যশোরে এক পাটকল শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার যশোর সদরের বাহাদুরপুর গ্রামে আফনান জুট মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত শহীদ কাজী (৩০) আফনান জুট মিলের মিলের শ্রমিক সরদার ছিলেন।

একই মিলের এক নারী শ্রমিকের স্বামী আনিসার ওরফে রমজান এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য। পুলিশ রমাজানের ভাগ্নে মেহেদি হাসান টফিকে আটক করেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান বলেন, বেলা ৩টার দিকে কারখানার সামনে একটি চায়ের দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় শহীদ কাজীর উপর হামলা করে আনিসার ওরফে রমজান ও মেহেদি হাসান টফিসহ তিনজন। তাদের ছুরিকাঘাতে ঘটনাস্থলে শহীদ নিহত হন। এ সময় অন্য দুইজন পালিয়ে গেলেও স্থানীয়রা টফিকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

ওসি বলেন, টফি প্রাথমিকভাবে স্বীকার করেছেন যে তার মামা রমজান এ ঘটনা ঘটিয়েছেন। রমজানের স্ত্রীর সঙ্গে শহীদের পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন রমজান।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল­াহ সবুজ বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে আনার আগেই শহীদের মৃত্যু হয়। তার হাতে বুকে ও পিঠে তিন স্থানে ধারালো অস্ত্রের গভীর ক্ষত রয়েছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত শহীদ কাজীর বাড়ি মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামে। আফনান জুট মিলের শ্রমিকদের কোয়ার্টারে থাকতেন তিনি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *