January 15, 2025
জাতীয়

ময়মনসিংহে দুই বাসের সংঘর্ষে নিহত ২

দক্ষিণাঞ্চল ডেস্ক
ময়মনসিংহের ত্রিশালে দুই বাসের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ত্রিশাল থানার ওসি আজিজুল হক জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আলামিন (২২) ও হাফিজুল (২০)। তাদের ত্রিশাল বাড়ি উপজেলার রায়মনি গ্রামে।
ওসি বলেন, ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *