December 30, 2024
আঞ্চলিক

মৎস্য ঘেরে বিষ দিয়ে পঁচিশ লক্ষাধিক টাকার ক্ষতি

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেনের ৩ শত বিঘার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা।  যার ফলে ঐ ঘেরের মাছ মরে প্রায় ২৫ লক্ষাধিক  টাকার ক্ষতি সাধিত হয়েছে । থানায় জিডির প্রস্তুতি।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন উপজেলার হাড়িয়াঘোপ গ্রামের পুকুরিয়ার বিলে ৩ শত বিঘা জমি হারি নিয়ে ৩ বছর পূর্ব থেকে মৎস্য চাঁষ করে আসছেন। পূর্ব শত্রæতার জের ধরে তার প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে শনিবার গভীর রাতে চেয়ারম্যান আমজাদ হোসেনের ঐ মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে। যার ফলে তার মৎস্য ঘেরের রুই, কাতলা, মৃগেল, সিলভার সহ বিভিন্ন প্রজাতির ২৫ লক্ষাধিক  টাকার মাছ মরে গেছে।

এবিষয়ে বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ৩ বছর পূর্বে ৫ বছর মেয়াদে উপজেলার হাড়িয়াঘোপের পুকুরিয়ার বিলে ৩ শত বিঘা জমি হারি নিয়ে তিনি মৎস্য চাঁষ করে আসছেন। শনিবার গভীর রাতে তার ঐ মৎস্য ঘেরে কে বা কারা বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির ২৫ লাখ টাকার ক্ষতি সাধন করে তাকে সর্বশান্ত করেছে। তিনি আরো বলেন, তার প্রতিপক্ষরা তাকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে রাতের আধারে তাকে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করেছে। তিনি বিষয়টি কেশবপুর থানা পুলিশকে অবহিত করেছেন। এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করবেন বলে তিনি জানান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *