December 26, 2024
আঞ্চলিক

মোড়েলগঞ্জে ৪৪ পিস ইয়াবাসহ যুবক আটক

 

 

 

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে ৪৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মো. মুসা কাজী (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে পিরোজপুর পৌরসভার কুমারখালী গ্রামের নজরুল কাজীর ছেলে। রবিবার দিবাগত রাত ১টার দিকে মোরেলগঞ্জের পশ্চিম সরালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। একই রাতে পঞ্চকরণ গ্রামে থেকে নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মো. পলাশ হাওলাদারকে(৩৫) ৫ পুরিয়া গাঁজাসহ পুলিশ আটক করে।

এ সম্পর্কে থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, পিরোজপুরের মুসা কাজী ইয়বার চালান পৌছে দেওয়ার জন্য মোরেলগঞ্জে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ ছাড়া পঞ্চকরণ গ্রাম থেকেও গাঁজাসহ একজন আটক হয়েছেন। উভয় ঘটনায় পুলিশ বাদি হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *