January 15, 2025
আঞ্চলিক

মোড়েলগঞ্জে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় কোষ্টগার্ড বাহিনী পশ্চিম জোনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী দিবসটি উপলক্ষে সোলমবাড়িয়া ফেরিঘাট এলাকায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন কোষ্টগার্ড-এর শরণখোলা রেঞ্জ কন্টিজেন কমান্ডার এম আর জামান।

“দুষণ দখল মুক্ত করি নৌ যাত্রা নিরাপদ করি বিশ্ব মানের নৌ ব্যবস্থার স্বপ্নকে সফল করি” এ প্রতিপাদ্য বিষয়ের ওপর অন্যান্যের মধ্যে আলোচনা করেন কাউন্সিলর রেদয়ান ইসলাম, ইউপি সদস্য মিরাজুল ইসলাম, প্রেসক্লাব সহ-সভাপতি গনেশ পাল, উপজেলা মৎস্যজীবি সমিতির সভাপতি আবু সালেহ ফরাজী ও সদস্যজীবি লীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ।  সভায় বক্তারা বলেন, নৌ পথে চলাচলের জন্য নিরাপত্তায় সকল আইন নেনে প্রাকৃতিক দুর্যোগে যাত্রীবাহি সকল যানবাহন নিয়মনীতি অনুযায়ী সচেতনতা বৃদ্ধি করতে হবে।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *