মোড়েলগঞ্জের খাউলিয়া ইউনিয়নে বাজেট ঘোষণা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে সুশাসন নিশ্চিত করনে উন্মুক্ত বাজেট প্রনয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলার খাউলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সেচ্ছাসেবী সংগঠন সিসিডিবির আয়োজনে ২০১৯-২০২০ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন করা হয়।
বাজেট প্রনয়ন সভার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিসিডিবি সমন্বয়কারি মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য ফিরোজা বেগম ও শাজাহান হাওলাদার। বাজেট প্রনয়ন সভায় ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার লোক অংশ গ্রহন করেন। সভায় প্রশ্ন-উত্তর পর্ব শেষে পরিষদের সচিব সুশীল চন্দ্র দাস ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ২ কোটি ৮ লাখ ৩৯ হাজার ৫৭২ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করেন।
