মোংলা কাস্টমস্ সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
গতকাল রবিবার নগরীর অভিজাত হোটেলে মোংলা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ এসোসিয়েশনের উদ্যোগে খতমে কুরআন, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ সুলতান হোসেন খান।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, উপস্থিত ছিলেন নগর আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হক ও পরিচালকবৃন্দ, মোংলা কাস্টম হাউসের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, যুগ্ম কমিশনার সেলিম শেখ ও সহকারী কমিশনারবৃন্দ, মোংলা বন্দও কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কর্মকর্তাবৃন্দ এবং বেনাপোল ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে এসোসিয়েশনের এ যাবৎ প্রয়াত সদস্যবৃন্দ এবং নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিষ্টার মাওলানা মোঃ গোলজার হোসাইন।