December 21, 2024
আঞ্চলিক

মোংলায় বখাটেদের হামলায় মহিলাসহ ৫ জন আহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় কলেজ ছাত্রীকে উত্তক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় মহিলাসহ ৫ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার চাঁদপাই ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসির মধ্যে ক্ষোভ উত্তোজন বিরাজ করছে। উদ্ভুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গতকাল সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, কালিকাবাড়ী গ্রামের প্রদিপ মন্ডলের কলেজ পড়–য়া মেয়ে পিয়ন্ত্রি মন্ডলকে একই গ্রামের কতিপয় বখাটে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব সহ নানাভাবে  উত্ত্যক্ত করে আসছিল। আর এ নিয়ে গত ৫/৬ মাস আগে স্থানীয়ভাবে অনুষ্ঠিত সালিশ বৈঠকে মুচলেকা দিয়ে প্রথম দফায় রেহাই পায় বখাটেরা। ওই সালিশ বৈঠকের কিছুদিন যেতে না যেতেই কলেজ ছাত্রীর পিছু নেয় এবং আবারও তাকে উত্তক্ত শুরু করে। রোববার দুপুরে ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে বখাটে যুবক বিচিত্র গুপ্ত, অমিত মিস্ত্রী, শিবু রায় তাকে রাস্তায় অপত্তিজন আচরন করে। এদিন বিকালে কলেজ ছাত্রী পিয়ন্ত্রি মন্ডল নিকটস্থ মামা বাড়িতে যাওয়ার পথে গ্রামের রাস্তায় ওৎ পেতে থাকা বখাটেরা অশ্লীল মন্তব্য করে। এ সময় ওই কলেজ ছাত্রী বাড়িতে পৌছে বখাটেদের উত্তক্তের বিষয় বাবা-মাকে জানায়। আর এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে রাস্তার উপরই বখাটেদের হামলার শিকার হয়েছেন কলেজ ছাত্রীর স্বজনরা। মারধর সহ বখাটেদের ছুরিকাঘাতে ঘটনাস্থলে আহত হন কলেজ ছাত্রীর মামা কৃষ পদ মন্ডল(৩০)। এদিন সন্ধ্যায় তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়াও বখাটেদের এলাপাথড়ি হামলায় কলেজ ছাত্রী সহ তার মা দিপিকা মন্ডল(৪৫), খালা মল্লিকা মহলদার(৫০), লিপিকা মন্ডল(৩৮)  কমবেশি আহত হয়েছেন।

এ বিষয় কলেজ ছাত্রী পিয়ন্ত্রি মন্ডল জানান, বখাটেদের উৎপাতের কারনে প্রায় একমাসের বেশি সময় ধরে কলেজে যাওয়া বন্ধ ছিল। আর এ বিষয় কলেজ অধক্ষ সহ শিক্ষকদেরও অবগত করা হয়। বখাটেদের কারনে আবার কলেজে যাতায়াত বন্ধের আংশকা প্রকাশ করেছেন ওই কলেজ ছাত্রী। এ দিকে রোববার রাতে কলেজ ছাত্রীর পিতা প্রদিপ মন্ডল বাদী হয়ে মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দয়ের করেছেন।

এ বিষয় তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার এস আই বিশ্বজিৎ জানান, ইতিমধ্যে তদন্তসহ ঘটনাস্থল পরিদর্শন এবং উদ্ভদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে তদন্ত স্বপেক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *