মুজিববর্ষ উপলক্ষে সুন্দরবন রেজিমেন্ট সদর দপ্তরের বিশেষ ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচি
খানজাহান আলী থানা প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে খুলনার শিরোমণিতে অবস্থিত বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সদর দপ্তর সুন্দরবন রেজিমেন্টের আওতাধীন ২১টি জেলার বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজের মধ্যে থেকে বিএনসিসি’র বাছাইকৃত ৮০ জন ক্যাডেটদের সমন্বয়ে ৬দিন ব্যাপী একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। ছয় দিনব্যাপী বিশেষ ক্যাম্পে ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং, রণকৌশল এবং খেলাধুলা সহ বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়।
সুন্দরবন রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল রাহাত নেওয়াজ ক্যাম্প উপদেষ্টা হিসাবে দায়িত্বপালন করেন। এছাড়াও মেজর মোঃ শরিফুজ্জামান, লেঃ কাজী রিফাত জুবায়ের, ক্যাপ্টেন মোঃ রবিউল ইসলাম, লেঃ আঞ্জুম সুলতানা ক্যাম্প পরিচালনার দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে সামরিক কর্মকর্তা, বিএনসিসিও অন্যান্য বেসামরিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ১০ মার্চ থেকে অনুষ্ঠিত ক্যাম্পে ক্যাডেটদেরকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনের উল্লেখযোগ্য বলিষ্ট নেতৃত্বের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা এবং একই সাথে ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং, রণকৌশল ও খেলাধুলা সহ বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়। মুজিববর্ষ উপলক্ষে বিশেষ ক্যাম্প আগামী ১৫ মার্চ শেষ হবে।