মুকসুদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে পড়ে শিশু মায়া (৪) মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের পাশের কুমার নদীতে গোসল করতে নেমে শিশুটি পানিতে পড়ে যায় পরে বিকাল ৩.৪০টার সময় শিশুটির লাশ পানি থেকে তুলে আনে স্থানীয় জামাল নামে এক ব্যাক্তি। প্রতক্ষ্যদর্শীরা জানায় নিহত মায়া তার দাদীর সাথে গোসল শেষে ডাঙ্গায় উঠার পরে হাত থেকে ব্রাশ পড়ে গেলে ব্রাশ ধরতে গেলে সে পানিতে পড়ে যায়। পরে অনেক খোজাখুরি করে না পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয়রা মিলে প্রায় ২ ঘন্টা খোঁজাখুঁজি করে শিশুটির লাস উদ্ধার করে। নিহত মায়া কমলাপুর গ্রামের ভ্যান চালক শামীমের মেয়ে।