December 27, 2024
আঞ্চলিক

মুকসুদপুরে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন ফরম উত্তোলন করলেন রবিউল আলম শিকদার

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম উত্তোলন করলেন মুকসুদপুর উপজেলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার। গতকাল সকালে উপজেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর মিয়। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, শাহ আকরাম জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাহিদুর রহমান টুটুল, , জেলা পরিষদের সদস্য শেখ শাহরিয়ার বিপ্লব, ভাবড়াশুর ইউপি চেয়ারম্যান রিফাতুল আলম মুছাসহ উপজেলার সকল ইউপি চেয়ারম্যান এবং আওয়ামীলীগের অঙ্গ সঙ্গঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য বাংলাদেশ নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে ৩য় ধাপে তফসিল ঘোষণা করেছে। তফসিল মতে মুকসুদপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে ২৪ মার্চ ২০১৯। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৬ ফেব্রæয়ারী, বাছাই ২৮ ফেব্রæয়ারী এবং প্রত্যাহার ৭ মার্চ। এর আগে ৭ ফেব্রæয়ারী দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় তফসিল ঘোষণা করা হয়। মুকসুদপুরউপজেলা ২য় ধাপে অনুর্ভূক্ত হলেও নির্বাচন কমিশন ১১ ফেব্রয়ারি তারিখের ঘোষণা পত্রে গোপালগঞ্জ জেলার নির্বাচন স্থগিত করেন। সর্বশেষ তৃতীয় ধাপের নির্বাচনে মুকসুদপুর উপজেলাসহ গোপালগঞ্জ জেলা অর্ন্তভূক্ত করে তফসিল ঘোষণা করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *