মুকসুদপুরে অনিয়মের অভিযোগে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি মুদি দোকান ও ১টি ফার্মেসিকে জরিমানা করেছে গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে উপজেলার দিগনগর বাজারে অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেন গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শামিম হাসান।
তিনি জানান, মেয়াদ উত্তীর্ন ও মূল্য তালিকাবিহীন পন্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৩৮ ধারায় পবিত্র স্টোর, পাল ভান্ডার ও দিনেশ সাহা স্টোরকে মোট ৬ হাজার এবং ৫১ ধারায় চাঁদ ফার্মেসিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ঔষধসহ ভোগ্যপন্য ধংস করা হয়। এসময় মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আবু তাহের, গোপালগঞ্জ বাজার কর্মকর্তা আরিফুল হোসেন উপস্থিত ছিলেন।