মিরেরডাঙ্গায় সৎ বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণের চেষ্টা, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা সোনালী জুটমিলের সামনে কেডিএ আবাসিক এলাকার দিনমজুর মোঃ সানোয়ার হোসেন (৪৫) গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় তার সৎ মেয়ে (শিশু কন্যা) (১২) কে বাড়িতে কেউ না থাকায় ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করলে শিশুকন্যা ঘর থেকে চিৎকার করতে করতে বেরিয়ে আসে। এসময় শিশু কন্যার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সানোয়ারকে গণধোলাই দিয়ে সানোয়ার এবং ভিকটিমকে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় শিশুকন্যার মা মাছুমা বেগম জানান, আমার আগের পক্ষের ৩টি ছেলে মেয়ে নিয়ে সানোয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সেই থেকে স্বামী সানোয়ার দিনমজুরীর কাজ করে, আর আমি নিজে কেবল শিল্পে গৃহ পরিচিকার কাজ করে দিন যাপন করি। গতকাল সাড়ে ৮টায় আমার শিশু কন্যা (১২) কে ঘরে কেউ না থাকায় ঝাপটে ধরলে শিশুটি ভয়ে আত্বচিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসে।
খানজাহান আলী থানার ওসি (তদন্ত) মোঃ কবির হোসেন জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে সানোয়ারকে জনরোষের হাত থেকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে তাকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সানোয়ারের চিকিৎসা শেষে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।