October 30, 2024
জাতীয়

মাহী বি চৌধুরীর কার্যালয়ে চুরি

 

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের কার্যালয়ের পর এবার চুরি হল বিকল্পধারার নেতা ও সংসদ সদস্য মাহী বি চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ে। চোর রাজনৈতিক গবেষণার দলিলপত্রসহ কম্পিউটারের হার্ডডিস্কসহ অন্যান্য যন্ত্রাংশ এবং সিসিটিভি ক্যামেরার প্যানেলের হার্ডডিস্ক নিয়ে গেছে বলে বাড্ডা থানায় অভিযোগ করা হয়েছে। মধ্য বাড্ডার ট্রপিক্যাল মোল­া টাওয়ারের ১৫ তলায় মাহী বি চৌধুরীর রাজনৈতিক কার্যালয়। বিকল্পধারার দপ্তর সম্পাদক এবং গবেষণা সমন্বয়ক ওয়াসিমুল ইসলাম সোমবার  বলেন, রোববার বিকাল ৫টা থেকে ১৩ মে সকাল ১০টার মধ্যে এই চুরির ঘটনা ঘটেছে। ওয়াসিমুল ইসলামই সোমবার বাড্ডা থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে তিনি লিখেছেন, ওই কার্যালয়ের মূল দরজার তালা ভেঙে কে বা কারা ঢুকে তার ব্যবহৃত কম্পিউটারের মাদারবোর্ড, প্রসেসর, হার্ডডিস্ক ইত্যাদি খুলে নেয় এবং মাহী বি চৌধুরীর কক্ষ থেকে সিসি টিভি ক্যামেরার কন্ট্রোল প্যানেল ডিভিআর মেসিনের হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

ওয়াসিমুল বলেন, ওই রুমের প্রতিটি লকার ভাঙা হয়েছে। তবে লকারগুলোতে কাগজপত্র ছাড়া আর কিছু ছিল না। অফিসের আর কোনো জিনিস চুরি হয়নি।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *