মাশরাফির জয়, খুলনার হার
১৭০ রানের লক্ষ্য দিয়ে দুর্দান্ত একটা খেলা সুচনা করেছিলেন খুলনা টাইটান্স এর জুনায়েদ সিদ্দিকী ও পল স্টারলিং । কিন্তু শেষ হাসি টা আর হাসতে পারলো না মাহমুদউল্লাহর দল।তাদের ৮ রানে হারিয়ে বিজয়ের হাসি টা হাসলো ম্যাশের রংপুর রাইডার্স যদিও আগের ম্যাচে চিটাগাং ভাইকিংস এর কাছে হেরেছিল তারা।
উদ্বোধনী জুটিতে তারা তুলে ফেলেছিলেন ৯০ রান। বেনি হাওয়েল এই জুটিটি ভাঙ্গেন। জুনায়েদ কে ফিরিয়ে দেন ৩৩ রানে। ১ ছক্কা আর ৩ চারের এক দুর্দান্ত খেলা দিলেও তিনি আউট হবার পর পুরো ছন্দ হারিয়ে ফেলে খুলনা।
খুলনার বোলারদের মধ্যে কেউই তেমন ভালো করতে পারেননি । জহির খান ৪ ওভারে ৩০ রাঙ দিয়ে একটি উইকেট নেন। আলি খান ৩৫ আর ক্রেইগ ব্রেথওয়েট ৩৯ রানের বিনিময়ে নেন একটি করে উইকেট।