January 15, 2025
আঞ্চলিকজাতীয়

মাগুরায় ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

দক্ষিণাঞ্চল ডেস্ক
মাগুরার শালিখা উপজেলার দরিখাটোর গ্রামে তিন বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশি ১৪ বছর বয়সী সাকিব মোল্লা নামে এক কিশোরের বিরুদ্ধে। গতকাল সোমবার সকালে নির্যাতিত ওই শিশুকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটি বাড়ির পাশে খেলা করার সময় প্রতিবেশি বাবু মোল্লার ছেলে সাকিব মোল্লা পাশের খড়ের গাদায় নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে সাকিব পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক শামসুন্নাহার লাইজু বলেন, শিশুটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ধর্ষণের বিষয়টি পরিক্ষা-নিরিক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরীকুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *