October 30, 2024
আঞ্চলিক

ভাষা সৈনিক গাজী শহিদুল্লাহ্’র ১ম মৃত্যুবার্ষিকী পালিত

খানজাহান আলী থানা প্রতিনিধি

খুলনা পৌরসভার ১ম নির্বাচিত চেয়ারম্যান, বিএল বিশ্ববিদ্যালয়ের বারবার নির্বাচিত ভিপি, ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ গাজী শহিদুল্লাহর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচীর মাধ্যদিয়ে দিনটি পালন করা হয়। যার মধ্যে ছিল দিনব্যাপি কোরআনখানি, দোয়া মাহফিল ও কবর জিয়ারত।

গিলাতলার নিজ গ্রাম গাজীপাড়া বায়তুন্নাজাত জামে মসজিদে গতকাল শুক্রবার বাদ জুম্মা মরহুমের রুহের মাগফেরাত কামনায় গাজীপাড়া বায়তুন্নাজাত জামে মসজিদ কমিটির আয়োজনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ও কবর জিয়ারতে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির উপদেষ্টা জাফরুল্লাহ সাচ্চু, শাহজালাল বাবু, খুলনা মহানগর জাসাসের সাবেক সভাপতি শেখ তরিকুল ইসলাম, মহানগর জাসাসের আহবায়ক মেহেদী হাসান দিপু, প্রয়াত গাজী শহিদুল্লাহর একমাত্র ছোটভাই গাজী অহিদুর রহমান,গাজী হাবিবুর রহমান, আলহাজ্ব সৈয়দ আবু বকর, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সম রেজওয়ান আলী, ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ আব্দুল হক, আওয়ামী লীগ নেতা সরদার আলী আহমেদ, খুলনা জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক কাজী আজাদুর রহমান হিরক, আওয়ামী লীগ নেতা গাজী মনির উজ জামান মনু, মিনা মুরাদ হোসেন, মসজিদ কমিটির সভাপতি গাজী ইকরাম হোসেন, গাজী সিরাজুল ইসলাম, সর্দার মোস্তাক আহমেদ, গাজী আব্দুর রশিদ,খান ফিরোজ আহমেদ, খান রিয়াজুল ইসলাম রাজা, সাংবাদিক শেখ বদর উদ্দীন, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন, সাংবাদিক শংকর কুমার বিষ্ণু বাবুল, সাইফুল্লাহ তারেক, প্রফেসর গাজী মোফাজ্জেল হোসেন, বেগ ফরিদ হোসেন, শিক্ষক  শেখ নাজমুল হোসেন, শেখ আলামিন, মোঃ ইব্রাহীম, মাওঃ জাকির হোসেন, মোঃ রুস্তম আলী, গাজী জাকির হোসেনসহ এলাকার বিশিষ্ট সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ। দোয়া মাহফিল পরিচালনা করেন গাজীপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ তরিকুল ইসলাম।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *