January 15, 2025
খেলাধুলা

ভালো খেলতে নয়, জিততে এসেছিলাম : সাকিব

ক্রীড়া ডেস্ক

ভারতের কাছে ২৮ রানে হেরে সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। তবে এখনও এক ম্যাচ হাতে আছে, কিন্তু তা শুধুই মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। দলের এমন পারফরম্যান্স কিছুতেই মানতে পারছেন না সাকিব আল হাসান। হতাশা লুকিয়েও রাখেননি তিনি। সোজা বলেই দিলেন, বিশ্বকাপের মতো আসরে ভালো খেলতে নয়, জিততেই এসেছিলেন।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রতিটি ম্যাচেই দারুণ লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ। ৮ ম্যাচে বাংলাদেশের জয় ৩টি, হার ৪ ম্যাচে আর এক ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে সামান্য কিছু ভুলের মারাত্মক খেসারত দিয়েছে মাশরাফিবাহিনী।

কিন্তু দলের বাকিদের অনুজ্জ্বল পারফরম্যান্সে অবিশ্বাস্য ফর্মে আছেন টাইগার অলরাউন্ডার সাকিব। এখন পর্যন্ত ৫৪২ রান নিয়ে চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ভারতীয় ওপেনার রোহিত শর্মার পরেই তার অবস্থান। এছাড়া বল হাতেও ৭ ইনিংসে ১১ উইকেট ঝুলিতে পুরে টুর্নামেন্টের এখন পর্যন্ত তিনিই সেরা পারফর্মার।

নিজে দুর্দান্ত ফর্মে থাকলেও ব্যক্তিগত অর্জন নিয়ে খুশি নন সাকিব। তার কাছে দলের জয়টাই আসল। যদিও অনেকে শেষ পর্যন্ত সেমির দৌড়ে টিকে থাকাকেই বড় অর্জন মানছেন। কিন্তু সাকিব তাদের সঙ্গে একমত নন।

ভারতের বিপক্ষে ম্যাচ শেষে এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘এটা সত্য যে আমরা ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু আমরা এখানে ভালো খেলতে আসিনি। আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু আমরা তা করতে পারিনি।’

ছোট ছোট বিষয়গুলো ঠিকঠাক করতে পারলে এমনটা হতো না বলেই সাকিবের ধারণা। বললেন, ‘আমি মনে করি এটা আমাদের জন্য হতাশাজনক কারণ এই বড় আসরের জন্য আমরা যে স্বপ্ন দেখেছিলাম তা পূরণ করতে পারিনি। এদিক থেকে বলতে গেলে, এটা হতাশাজনক। আমরা যদি ছোট ছোট জিনিস ঠিক করে করতে পারতাম, আমি মনে করি আমরা আরও ভালো ফল পেতাম।’

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার সব উপাদানই সাকিবের ভাণ্ডারে যোগ হয়েছে। কিন্তু অন্য প্রান্ত থেকে কোনো সহায়তা পাচ্ছেন না। তবে দলের বাকি সবাই চেষ্টা করে যাচ্ছে বলেই ধারণা তার, ‘আমরা যারা খেলছি তারা সবাই জানি যে আমাদের ভালো খেলতে হবে। এটা অনেক সময় হয় আবার অনেক সময় হয় না।’

‘কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের আরও মরিয়া হয়ে খেলা উচিত ছিল। এটা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং অর্থাৎ তিন বিভাগের ক্ষেত্রেই প্রযোজ্য। সবমিলিয়ে পুরো বিশ্বকাপের ফলাফল নিয়ে আমি হতাশ। যদিও ইতিবাচক অনেক দিক আছে, কিন্তু সেসব আর কোনো মানে রাখে না। কারণ, দিন শেষে ফলাফলটাই আসল। এই জায়গাতেই আমাদের পরিবর্তন দরকার।’ আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করবে বাংলাদেশ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *