ভারতে বন্দুকযুদ্ধে ১০ মাওবাদী নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
ভারতের ছত্তিশগড় রাজ্যে নিরাপত্তা বাহিনীর বাহিনীর সাথে সংঘর্ষে কমপক্ষে ১০ মাওবাদীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ বিজাপুর জেলার ভৈরামগড় পুলিশ থানার অধীন একটি গভীর জঙ্গলে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। মাওবাদীদের আত্মগোপন করে থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ও জেলার সংরক্ষিত বাহিনী (ডিআরজি)। শুরু হয় জোর সংঘর্ষ।
বিজারপুরের পুলিশ সুপার মোহিত গর্গ জানান ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ১১টি অস্ত্র ও প্রচুর গোলাবারুদ। ঘটনার পরই প্রচুর পরিমানে নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং মাওবাদীদের খোঁজে চলছে অভিযান।