December 22, 2024
আন্তর্জাতিক

ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি করোনা আক্রান্ত নয়

ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি কভিড-১৯ রোগে আক্রান্ত নয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) তাদের প্রথমবারের মতো নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

ইন্দো-তিব্বতীয়ান বর্ডার পুলিশের মুখপাত্র বলেন, চীন থেকে দেশে ফেরানো ১১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের কেউই কভিড-১৯ রোগে আক্রান্ত নন। কোয়ারেন্টাইনে রাখার ১৪তম দিনে দ্বিতীয়বারের মতো তাদের নমুনা পরীক্ষা করা হবে।

ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইট উহান থেকে ৭৬ ভারতীয়ের সঙ্গে ৩৬ বিদেশিসহ ১১২ জনকে দিল্লিতে নিয়ে আসে। সেখানেই তাদের ইন্দো-তিব্বতীয়ান বর্ডার পুলিশের কোয়ারেন্টাইনে রাখা হয়।

বিদেশি ৩৬ জনের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, মালদ্বীপ, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ৭৬ জন ভারতীয় নাগরিকদের সঙ্গে বিশেষ ফ্লাইটে চীন থেকে ২৩ জন বাংলাদেশিকে দিল্লিতে নেওয়া হয়েছিল।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *