October 30, 2024
জাতীয়

ভাবি হত্যায় দেবরের প্রাণদণ্ড

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

কিশোরগঞ্জে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার দয়ে দেবরকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম চার বছর আগের এ মামলার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত আজহারুল ইসলাম মিলন পাকুন্দিয়া সদরের মধ্যপাড়া গ্রামের মৃত ছায়ামুদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক আসামিকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ডও দিয়েছেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ১৫ জুন সকালে পারিবারিক কলহের জের ধরে আজহার তার বড় ভাই বাবুলের স্ত্রী তাসলিমা আক্তারকে কুপিয়ে জখম করে। বিকালে ঢাকার পঙ্গু হাসপাতালে তাসলিমার মৃত্যু হয়। পরে আজহারুল পাকুন্দিয়া থানায় আত্মসমর্পণ করেন।

পরের দিন নিহতের ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে আজহারকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক শেখ জিয়াউল রাব্বী ২০১৬ সালের ১৮ ফেব্র“য়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার শুরু হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *