January 22, 2025
খেলাধুলা

ব্যাটিং লাইনআপ জেতাতে পারে বাংলাদেশকে : জহির খান

 

 

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিগত বেশ কয়েকটি জয়েই বোলারদের থেকে ব্যাটসম্যানরা অবদান রেখেছেন বেশি। লম্বা সময় ধরেই বোলারদের তেমন ম্যাচ জয়ী পারফরম্যান্স দেখা যাচ্ছে না। এমনকি গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও ব্যাটসম্যানরাই বাংলাদেশকে সফলতা এনে দেবেন বলে মনে করেন ভারতের সাবেক পেসার জহির খান।

বিশ্বকাপকে সামনে রেখে এক বিশ্লেষণমূলক অনুষ্ঠানে যোগ দিয়ে জহির খান এই মন্তব্য করেন। তার মতে, মাশরাফি বিন মর্তুজা কিংবা মোস্তাফিজুর রহমানের বোলিং নয় তামিম ইকবাল, মাহমুদউল­াহ রিয়াদ, মুশফিকুর রহিমদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপেই বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারবে।

জহির খান বলেন, ‘তাদের সাফল্য সবসময় নির্ভর করে ব্যাটিংয়ের ওপর। মাশরাফি তার দলের বোলারদের খুব ভালোভাবে কাজে লাগাবে এবং ফিল্ডারদের নিয়ন্ত্রণ করবে যখন তারা বোলিং করবে। যেটা সে দারুব করে থাকে কিন্তু তাদের জয় সবসময়ই এনে দেবে ব্যাটসম্যানরা।’ রান নিয়ন্ত্রণের থেকে রান তাড়া করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে বাংলাদেশের ক্রিকেটাররা এমনটাই ভাবেন ভারতীয় ক্রিকেটার জহির খান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *