ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা’ বিষয়ক কর্মশালা
পূবালী ব্যাংক লিঃ খুলনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে “ব্যাংকিং খাতে ঝুঁকি ব্যবস্থাপনা” বিষয়ক কর্মশালা গতকাল শনিবার সকাল ৯.৩০ টায় পূবালী ব্যাংকের খালিশপুর শাখায় অনুষ্ঠিত হয়। খুলনা অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যাবস্থাপক এ.এইচ.এম. কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক নীতিশ কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক এরশাদুল হক। কর্মশালায় অত্র অঞ্চলের ২৭টি শাখার শাখা-ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী উক্ত কর্মশালায় ব্যাংকিং খাতে বিভিন্ন ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিশদ আলোচনা করা হয়।