বেনাপোলে ৪ ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক
যশোরের বেনাপোলে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে চার ভুয়া কাস্টমস কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোল স্থলবন্দরের ২ নম্বর গেটের সামনে থেকে তাদের আটক করা হয় বলে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান।
আটকরা হলেন- চাঁদপুর জেলার হোসেনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আক্তার ফারুক (৪২), নয়াকান্দি গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে শফিকুর রহমান (৪৫), নরসিংদি জেলার চাঁনপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মিনার হোসেন (৪০) ও শরিয়তপুর জেলার মাছুয়াখালী গ্রামের আব্দুল হামিদের ছেলে নুরুজ্জামান নজরুল (৪৫)।
ওসি বলেন, গোপনে খবর পেয়ে বেনাপোল বন্দরে অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করা হয়। এরা কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ঢাকা থেকে এক ব্যবসায়ীকে নিলামের টায়ার ক্রয় করে দেওয়ার কথা বলে নিয়ে আসে।
“তারা ওই ব্যবসায়ীকে কাস্টমস হাউজের নিলামের টায়ার দেখিয়ে ৬০ লাখ টাকা দাম নির্ধারণ করে ৩০ লাখ টাকা দাবি করে। এর আগে তারা ১৭ হাজার টাকাও নেয়। এতে ওই ব্যবসায়ীর সন্দেহ হলে তিনি কৌশলে পুলিশকে খবর দেয়। এরপর তাদের আটক করা হয়।”
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি প্রতারণার মামলা করা হয়েছে বলে জানান ওসি।