বিভিন্ন স্থানে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত
দক্ষিণাঞ্চল ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনটি নানা আয়োজনে পালিত হয়েছে। জেলার ন্যায় উপজেলাগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও র্যালির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
ফুলবাড়ীগেট : ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে র্যালী, ঐতিহাসিক ৭মার্চের ভাষণ প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে র্যালীটি বের হয়ে ফুলবাড়ীগেটের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে যেয়ে শেষ হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোল্যা মুজিবর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ ও কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম। বক্তৃতা করেন মোঃ সোলায়মান মুন্সি, চৈতন্য কুন্ডু, বিএম মনিরুজ্জামান, মোসাঃ লিপিয়া খাতুন, রঘুনাথ সরকার, মোসাঃ সুলতানা প্রমুখ।
ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে কেসিসি ২নং ও ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল সন্ধা ৭টায় ফুলবাড়ীগেট আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান,ম হানগর আ’লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, ৩৩নং ওয়ার্র্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের পরিচালনায় বক্তৃতা করেন কেসিসি ২নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ, মাষ্টার মনিরুল ইসলাম,আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, শাহজাহান মাষ্টার, সেলিম রেজা, শেখ কামাল আহম্মেদ, আব্দুল আউয়াল, বখতিয়ার হোসেন, মুন্সি কামাল হোসেন, ইসমাইল হোসেন ইমন, মোস্তাফিজুর রহমান মানিক, রফিকুল ইসলাম মেম্বার, রানা হাওলাদার, মাসুম খন্দকার প্রমুখ।
তেরখাদা : তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর উদ্যোগে গতকাল সকাল ১০টায় মুক্তিযোদ্ধা ভবন মিলনায়তনে মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম আব্দুল্লার সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক অতিরিক্ত সচিব মোঃ গাউস মোল্যা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা তদন্ত কর্মকর্তা স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফএম অহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অরবিন্দ প্রসাদ সাহা, নুরুল ইসলাম দিশারী, এফএম মান্নান, সৈয়েদ আব্দুল হাদী, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, শাহ মিরাজ কায়নাত, মাসুম বিল্লাহ, শামীম আহমেদ, আক্তার শেখ, আনোয়ারুল ইসলাম, শেখ তবিবুর রহমান, আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ। এছাড়া সকাল ৯টায় সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন বক্তারা। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটা : বটিয়াঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষ্যে প্রতিকৃতিতে মাল্যদান, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা উপজেলা আ’লীগের উদ্যোগে গতকাল শনিবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ১৭ মার্চ জাতীয় শিশু দিবস মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে অপর এক প্রস্তুতি সভা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীলিপ হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আলীগ নেতা অধ্যাপক ফিরোজুর রহমান, মীর মোহাম্মদ আলী, মৃন্ময় পাল, পলাশ রায়, রবীন্দ্রনাথ দত্ত, অনুপ গোলদার, বি এম মাসুদ রানা, শেখ ওহেদুর রহমান, চঞ্চলা মন্ডল, এ্যাড. অনাদি মন্ডল, মোশারফ হোসেন, সনেট মল্লিক, চেয়ারম্যান মিলন গোলদার, প্রসাদ রায়, অসিম মন্ডল, গোবিন্দ রায়, কার্তিক ঢালী, গোবিন্দ মল্লিক, মোঃ খলিলুর রহমান শেখ, সমীর মন্ডল, জাকির হোসেন লিটু, মোল্যা মিজানুর রহমান, অহিদুল ইসলাম, গৌরদাস ঢালী, অরিন্দম গোলদার, মোস্তাফিজুর রহমান, সুরজিৎ মন্ডল প্রমূখ।
ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যেগে শনিবার সকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে উপজেলা চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমদ, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার, ইউআরসি ইন্সট্রাক্টটর মনির হোসেন, আওয়ামী লীগ নেতা শাহনেওয়াজ হোসেন জোয়ারদারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল ও সুধী সমাজের নেতৃবৃন্দ। অপরদিকে দিবসটি উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে দলীয় কার্যালয়ে পুষ্পমাল্য অর্পণ এবং দিনব্যাপি বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়।