বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে যোগদান
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার বিকেল ৫টায় জাতীয় পার্টির ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে সদর থানা জাতীয় পার্টির আহ্বায়ক গাউসুল আজমের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মাসুম হায়দারের পরিচালনায় সদর থানার অধীনস্থ ২২, ২৯ ও ২৭নং ওয়ার্ড থেকে সৈয়দ মোঃ রবিউল হোসেন, রিয়াদুল ইসলাম সবুজ ও শেখ শামীম আহমেদের নেতৃত্ব দুই শতাধিক সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও খুলনা জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধুর হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা এস এম আল-জুবায়ের, এড. মাহাতাব উদ্দিন, শেখ সাদী, শাহ্ লায়েক উল্লাহ, কাজী হাসানুর রশীদ রাসেল, এস এম এরশাদুজ্জামান ডলার, তোবারেক হোসেন তপু, প্রিন্স হোসেন কালু, মোঃ মিণ্টু, মাজহার জোয়ার্দ্দার পান, আলাউদ্দিন ফকির, মোঃ সাজ্জাদ হোসেন, মোঃ তাপস, মোঃ পাপ্পু, মোশাররফ হোসেন প্রমুখ।