January 15, 2025
আঞ্চলিক

বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফলে খুলনায় বিএনপির প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশব্যাপি আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি, খুন-গুম-ধর্ষণ মহামারি আকারে ছড়িয়ে পড়া, বিচারহীনতার সংস্কৃতি এবং গণবিরোধী বাজেট পেশের পর থেকেই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে দেশের ৮ বিভাগীয় সদরে বিভাগীয় প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী চলতি জুলাই মাসেই অনুষ্ঠিত হবে এই ৮ বিভাগীয় সমাবেশ। সারা দেশের বিভাগীয় সদর গুলোতে অনুষ্ঠিত হবে যাওয়া এসব সমাবেশে দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা অংশ নেবেন।

খুলনা বিভাগীয় বিক্ষোভ কর্মসূচি সফল করতে শনিবার ৬ জুলাই মহানগর ও জেলা বিএনপির যৌথ সভা সকাল ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। যৌথ সভা সফল করতে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এবং জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা আহবান জানিয়েছেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *