January 15, 2025
আঞ্চলিক

বিভাগীয় গণগ্রন্থাগারে ‘ট্রয়-ব্রিকস্্’ কার্যক্রমের উদ্বোধন

 

 

 

 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও বৃটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে লাইব্রেরিজ আনলিমিটেড প্রজেক্টের আওতায় গতকাল সোমবার সকাল ৯:৩০ মিনিটে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে ‘ট্রয়-ব্রিকস্্’ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ মো: বদিউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড, খুলনার উপপরিচালক মু. বিল্লাল হোসেন খান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক সংগঠক এমএম মাসুদ মাহমুদ, খুলনার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন এবং বৃটিশ কাউন্সিলের লাইব্রেরিজ আনলিমিটেড প্রজেক্টের কম্পোনেন্ট লিড, এ্যাডভোকেসি এন্ড স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট মুনির উদ্দিন শামীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক ড. মো: আহছান উল্যাহ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে খুলনার ৫টি শিক্ষা প্রতিষ্ঠান আগত শিক্ষার্থীদের ট্রয়-ব্রিকস্্ উপকরণের সাহায্যে সৃষ্টিশীল বিভিন্ন অবকাঠামো তৈরির কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের ক্যাটালগার অখিল কুমার দেবনাথ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *