বিভাগীয় ও জেলা প্রশাসনের সাথে সমন্বয় সভা, খুলনায় আজ থেকে টহল দেবে সেনাবাহিনী
দ. প্রতিবেদক
খুলনায় আজ বুধবার থেকে ৬ থেকে ৮ প্লাটুন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটসহ টহল দেবে। উদ্ভুত করোনা প্রাদুর্ভাবের কারণে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে দেশব্যাপী সেনা-সদস্য মোতায়েনের সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের সাথে সেনাবাহিনীর সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আই কে এম মোস্তাহসেনুল বাকী, এনডিসি, এএফডবিøউসি, পিএসসি, খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হোসেন হাওলাদার, কেএমপি এর পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ: মহিদ উদ্দিন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন, সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদসহ সেনা, বিভাগীয় ও জেলা প্রশাসন, র্যাব, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সভায় বেসামরিক প্রশাসন ও সামরিক বাহিনী কর্তৃক কীভাবে উদ্ভুত দুর্যোগ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাসহ সরকার নির্দেশিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা যেতে পারে সে সম্পর্কে বিশদ আলোচনা হয়।