বিপিএম পদক পাওয়ায় সাতক্ষীরা পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বিপিএম (সেবা) পদক পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ। গতকাল শনিবার সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান ওসি বিপ্লব কুমার নাথ।
পেশাগত জীবনে সাহসীকতা, বীরত্বপূর্ণতা, সেবা মুলককার্য সম্পাদন, মাদক, সন্ত্রাস, জঙ্গি দমন ও শান্তিপূর্ণ পরিবেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে বিশেষ ভুমিকা রাখায় সম্প্রতি বিপিএম (সেবা) পদক লাভসহ ২০১৭ ও ২০১৮সালে আইজিপি ব্যাজ অর্জন করেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বাসিন্দা ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান। উল্লেখ্য; গত ৪ ফেব্রæয়ারী রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে পুলিশ প্রশাসনের একটি সম্মানীয় ব্যাজ বিপিএম (সেবা) পদক অর্জন করেন পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান।