January 15, 2025
জাতীয়

বাম চোখে অপারেশন হয়েছে প্রধানমন্ত্রীর

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাম চোখে অপারেশন (সার্জারি) করা হয়েছে। গতকাল সোমবার শেষ বিকেলে লন্ডন হাসপাতালে বাম চোখের অপারেশন করা হয় বলে গণমাধ্যমকে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। অপারেশন শেষে প্রধানমন্ত্রী ভালো আছেন বলেও জানান প্রেস সচিব।

লন্ডনে অবস্থানরত অবস্থায় প্রধানমন্ত্রী ডিজিটালি উলে­খযোগ্য সংখ্যক জরুরি ফাইল (ই-ফাইল) দেখেছেন ও স্বাক্ষর করেছেন বলে জানান ইহসানুল করিম। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটরিং করছেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

দূত সম্মেলনে (এনভয় কনফারেন্স) যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডন আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *