July 13, 2024
খেলাধুলালেটেস্ট

বাবা হারালেন ক্রিকেটার রুবেল

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এক সময়ের নিয়মিত মুখ পেসার রুবেল হোসেনের বাবা সিদ্দিকুর রহমান আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাবা হারানোর খবর আজ সকাল দশটায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন রুবেল। ফেসবুকে দেয়া এক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়ে সকলের দোয়া চেয়েছেন তিনি।

ফেসবুকে রুবেল লিখেন, ‘আমার বাবা আর নেই …সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।’

দীর্ঘ সময় ধরেই রুবেলের বাবা অসুস্থ ছিলেন বলে জানা গেছে। কয়েকমাস আগেও বাবাব অসুস্থতার খবর জানিয়ে সকলের কাছে দোয়া চেয়েছিলেন রুবেল। সে সময় ফেসবুকে দেয়া পোস্টে রুবেল লিখেছিলেন, ‘আমার ক্রিকেটার রুবেল হোসেন হবার পিছনে যে মানুষটা আমার জীবনে সুপার-হিরোর মতো আমার মাথার ওপর হাত রেখে শক্ত পিলার হয়ে পাশে আছেন, তিনি হচ্ছেন আমার বাবা। আমার বাবার শরীরের বাম অংশটা এক বছরেরও বেশি যাবত প্যারালাইসিস হয়ে অবশ হয়ে আছে।

শেয়ার করুন: