October 30, 2024
করোনাজাতীয়

বান্দরবানের তিন উপজেলা লকডাউন

 

দক্ষিণাঞ্চল ডেস্ক

লকডাউনবান্দরবানের লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। লকডাউন চলাকালে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে। শুধু জরুরি সেবা অব্যাহত থাকবে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, ‘বান্দরবানে করোনাভাইরাস যেন ছড়াতে না পারে সেজন্য লোকসমাগম বেশি থাকায় এই তিন উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন।’ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নির্দেশ কার্যকর থাকবে বলে জানান তিনি। জেলায় হোম কোয়ারেন্টিনে আছে ৪১ জন এবং হাসপাতাল কোয়ারেন্টিনে আছে ৯ জন। এদিকে, অকারণে চলাফেরা নিয়ন্ত্রণে শহরে সেনা মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *