বাজেটকে স্বাগত জানিয়ে জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল
বাংলাদেশের সার্বিক উন্নয়নের বাস্তবমুখী বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন খুলনা জেলা ছাত্রলীগ। গতকাল শনিবার বিকাল ৫টায় আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে আনন্দ মিছিলটি শেষ হয়। এর পর দলীয় কার্যালয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সমৃদ্ধি সোপানে বাংলাদেশ, সময় এখন আমাদের- এই ¯েøাগানকে ধারন করে ১৯/২০ অর্থ বছরের শিক্ষা বান্ধব ও উন্নয়নমুখি বাজেট প্রনয়ন করায় দেশরতœ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে উক্ত আনন্দ মিছিল ও সমাবেশে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের সভাপতিত্বে সাধারন সম্পাদক ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাড. সুজিত অধিকারী ও খুলনা জেলা পরিষদের সদস্য চৌধুরী রায়হান ফরিদ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মারুফ হোসাইন, রফিকুল ইসলাম রফিক, নাসির হোসেন, জাকারিয়া রহমান ওমান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মোস্তাফিজুর রহমান রুবেল, গাজী মহিদুল ইসলাম, বাপন রায়, ওমর ফারুক হাওলাদার, আবু সাইদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, শুভ সেন, শাহিদুল চৌধুরী। সাংগনিক সম্পাদক আশিকুজ্জামান তানভির, কাজী নাজীব, শরিফ মোঃ মাসুম বিল্লাহ, আরিফুল ইসলাম কাজল। প্রচার সম্পাদক চিশতি নাজমুল বাশার স¤্রাট, দপ্তর সম্পাদক বাধন হালদার সহ উপজেলা ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম রিপন, রিয়াজুল ইসলাম রিয়াজ, এস এম মশিউর রহমান, মাইনুল ইসলাম নয়ন, এস কে সাদ্দাম, তানজিম মোস্তাফিজ বাচ্চু, আজগর হোসেন বাপ্পি, রাসেল কাজি, রাহুল রায়, জেলা ছাত্রলীগ নেতা শেখ রাসেল, শাহিন আলম রাজ, আব্দুর রহমান, অনুপম মল্লিক, ফাইমিন সরদার, অলিউজ্জামান সানি, আয়েশকুরানী বাবু, মফিজুর রহমান মুন্না, শরিফুল ইসলাম তনু, আবু সুফিয়ান, আলমগীর হোসেন রাজু, বি এম লিপু, সজিব তালুকদার, মিথুন সরদার, সাদিয়া আক্তার অন্তরা, সাকিল মোড়ল প্রমুখ।