বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন
বাগেরহাট প্রতিনিধি
পুলিশের আইজি ড. মোহম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেছেন, মুজিব বর্ষে পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দেশকে মাদক মুক্ত করা। এই জন্য পুলিশ দেশব্যাপী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছে। আর দেশকে মাদক মুক্ত করতে হলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগনকে এগিয়ে আসতে হবে। দেশেকে মাদক মুক্ত করতে পুলিশ ইতিমধ্যে দেশে এর উৎস্যমুখ বন্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।
গতকাল সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসে পুলিশের আইজি সাংবাদিকদের এ কথা বলেন। এ সময়ে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, জেলা প্রশাসক মো.মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, প্রেস ক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসেন, বাগেরহাট পৌর মেয়র খাঁ হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময়ে পুলিশের আইজি ভবনটি ঘুরে দেখেন, ফিতা কেটে ফলক উম্মোচন করেন। শেষে তিনি পুলিশ ভবনে স্থাপিত টেরাকোটা ঘুরে দেখেন ও ফলজ বৃক্ষ রোপন করেন। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মান করা হয়।