বাগেরহাটে নারায়ণা হেলথ আয়োজিত স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নারায়ণা হেলথ আয়োজিত স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার রাতে শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে বাগেরহাট রোটারি ক্লাব এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট রোটারী ক্লাবের সভাপতি মানোষ কুমার পালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন।
এসময় বিশেষ হিসাবে বক্তব্য রাখেন, দেবাশীষ রায়, ডা: অরিত্র মুখার্জী, ডা: সৌমিক দাশ গুপ্ত, ডা: পার্থ প্রতিম বিষ্ণু, আশিষ দে। অনুষ্ঠানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অরিন্দম দেবনাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা রোটারি ক্লাবের পিপি পলাশ সাহা, মো. শামিম, মেহেজাবীন মোবিন হেমা, রোটারিয়ান তালুকদার রিনা সুলতানা, বাগেরহাট মহিলা পরিষদের সাধারন সম্পাদক এ্যাড. পারভিন আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে মাল্টি মিডয়ার মাধ্যমে নিউরোলজি এবং পেড কার্ডিওলজিসহ স্বাস্থ্য সেবা বিষায়ক বিভিন্ন চিত্র প্রদশনী করা হয়।