বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার জেলা ও মহানগর শাখার সম্মেলন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা-মানবাধিকারের খুলনা জেলা ও মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন ইং গতকাল শনিবার সকাল ১০:৩০ মিনিটে সংস্থার জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা জেলা শাখার সভাপতি আলহাজ্ব এডঃ আব্দুল মালেক এর সভাপতিত্বে খুলনা জেলা আইনজীবী সমিতির বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে আলহাজ্ব এডঃ এডঃ আব্দুল মালেক, সভাপতি, অধ্যক্ষ মাজহারুল হান্নান ও অধ্যাপক মোঃ আনোয়ারুল কাদির, সহ-সভাপতি, এডঃ মোঃ মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, এডঃ অচিন্ত্য কুমার দাশ ও এডঃ শম্ভুনাথ মন্ডল, যুগ্ম সম্পাদক, মোঃ আজিজুর রহমান ও এডঃ মোঃ ইমাম হোসেন, সহ-সম্পাদক এডঃ ফারহানা হক ডেইজি কে কোষাধাক্ষ মনোনীত করে পঁিচশ সদস্যের খুলনা জেলা কমিটি মনোনীত করেন।
এছাড়াও এডঃ তসলিমা খাতুন ছন্দা সভাপতি, খন্দকার আহম্মেদ ইব্রাহিম ও মমতাজ বেগম বিজলী, সহ-সভাপতি, এডঃ খন্দকার মজিবর রহমান, সাধারণ সম্পাদক, নুর মোহাম্মদ শেখ, যুগ্ম সম্পাদক, মিসেস রাশিদা হক মুক্তা ও এডঃ আব্দুল মজিদ, সহ-সম্পাদক, এডঃ সেলিনা আক্তার কে কোষাধাক্ষ করে পঁিচশ সদস্যের খুলনা মহানগর কমিটি কমিটি মনোনীত করেন ।
সম্মেলনে সুচনা বক্তব্য রাখেন আলহাজ্ব এডঃ আব্দুল মালেক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ারুল কাদির, এডঃ স. ম বাবর আলী, খুলনা জেরা আইনজীবী সমিতির সভাপতি এডঃ নুরুল হাসান রুবা, এডঃ তসলিমা খাতুন ছন্দা, সাংবাদিক সোহাগ দেওয়ান, এডঃ হারুন অর রশিদ, এডঃ মোঃ মহসীন চৌধুরী, এডঃ মোঃ জালাল উদ্দিন রুমী, তাইজুল ইসলাম তাজু, রাশিদা হক মুক্তা, কে.এ ইব্রাহিম, এডঃ ইয়াসমিন আরা, , প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন এডঃ মোঃ মোমিনুল ইসলাম ও এডঃ খন্দকার মজিবর রহমান ।