বাংলাদেশ ডিবেটিং সোসাইটি খুলনার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
খবর বিজ্ঞপ্তি
আলোচনা সভা, সম্মাননা প্রদান, বিতর্ক ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশ ডিবেটিং সোসাইটি গতকাল বুধবার পালন করেছে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সন্ধ্যা ৭টায় শের-এ-বাংলা রোডস্থ ডিবেটিং সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কর্মসূচির সমাপনী পর্বে ছিল পুরস্কার বিতরণী, সম্মাননা প্রদান ও সুধী সমাবেশ।
সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মেজর (অবঃ) ইঞ্জি. বি এম আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সিরাজুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক এ্যাড. মোঃ সাইফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এস এম সিরাজুদ্দৌহা।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এস এম রইজ উদ্দিন আহম্মদ, খুলনা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ লুৎফুননাহার, বিশিষ্ট কবি ও সমাজকর্মী মুর্শিদা আক্তার রনি ও শহীদ রাজিনের মা রেহানা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন মিন্টু, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মুঃ বিল্লাল হোসেন খান, কৃষি বিজ্ঞানী ড. হারুন অর রশিদ, যশোর জেলা স্কুলের প্রধান শিক্ষক এ কে এম গোলাম আযম, ভাইস প্রিন্সিপাল দেবদাশ মন্ডল, শিল্পী সুদীপ রায়, মিলন বিশ্বাস, এস এম মফিজুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন ও ক্রীড়া ভাষ্যকর ড. সাঈদুর রহমান সহ বিভিন্ন শ্রেনী পেশার সুধীবৃন্দ।